নিবন্ধন প্রিলি লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি সার্টিফিকেট দেয়া হয় NTRCA থেকে। আরো পড়ুন...
>> মেধাতালিকাঃ
এরপর উত্তীর্ণ শিক্ষার্থীদের কে নিয়ে তৈরি করা হয় জাতীয় মেধা তালিকা অর্থাৎ সারা বাংলাদেশে পাশে তো নিবন্ধন শিক্ষার্থীদের সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ তালিকা।শুধুমাত্র এই তালিকায় যাদের নাম আছে তারাই গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবার জন্য আবেদন করতে পারে। আরো পড়ুন...
>> গণ বিজ্ঞপ্তিঃ
জাতীয় মেধা তালিকা হয়ে গেলে এবং সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে বিদ্যমান শূন্য পদের তালিকা NTRCA কর্তৃপক্ষের হাতে পৌঁছালে সেই শূন্য পদ পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আরো পড়ুন...
নিবন্ধন পরীক্ষায় পাশকৃত সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ওই শূন্য পদের বিপরীতে নিয়োগ পাওয়ার জন্য গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়।
>> গণবিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতিঃ
গণবিজ্ঞপ্তির জন্য আবেদন ফি এক হাজার টাকা। একজন শিক্ষার্থী সারা দেশে সর্বোচ্চ কলেজ অথবা চল্লিশটি স্কুল পছন্দ করতে পারে। আরো পড়ুন...
অর্থাৎ যার স্কুল পর্যায়ের সার্টিফিকেট আছে সে স্কুলে আবেদন করতে পারে। আর যার কলেজ পর্যায়ের সার্টিফিকেট আছে সে কলেজের প্রভাষক পদের জন্য আবেদন করতে পারে। আর যার একই সাথে স্কুল এবং কলেজ দুই সার্টিফিকেটই আছে সে দুইটার জন্যই আবেদন করতে পারে। আরো পড়ুন...
>> গণ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম কানুনঃ
যারা বর্তমানে স্কুল বা কলেজ কোথাও কর্মরত নেই তারা ইস্কুল এবং কলেজ দুইটার জন্যই আবেদন করতে পারবে।
কিন্তু যারা বর্তমানে কোন স্কুলে কর্মরত আছে তারা নতুন করে কোন স্কুলে আবেদন করতে পারবে না। তারা শুধু কলেজের জন্য আবেদন করতে পারবে। আরো পড়ুন...
অনুরূপভাবে কেউ যদি কোন কলেজে কর্মরত থাকে তাহলে সে আর নতুন করে গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না।
>> পোস্টিংঃ
গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনার পছন্দকৃত কলেজ বা স্কুলের তালিকার মধ্যে থেকে তালিকা অনুযায়ী আপনি যেখানে নিয়োগ পাবেন সেই স্কুল বা কলেজে আপনাকে নিয়োগ দেওয়া হবে।তবে এক্ষেত্রে প্রথমে নিজ উপজেলা বা জেলা কে বিবেচনা করা হয়। আপনি শুধু গিয়ে জয়েন করবেন। আরো পড়ুন...
>>> লেকচারার - কলেজ (নবম গ্রেড)
১। মূল বেতনঃ ২২,০০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/= আরো পড়ুন...
১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে-
১। মূল বেতন ৩৫,০০০/=
২। বাড়িভাড়া ১০০০/=
৩। চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোটঃ ৩৬,৫০০/= আরো পড়ুন...
প্রিন্সিপাল হলে-
১। বেতন ৫০,০০০/=
২। বাড়িভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/= আরো পড়ুন...
>>> সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)
১। মূল বেতনঃ ১২,৫০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/= আরো পড়ুন...
যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে-
১। মূল বেতন ১৬,০০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/= আরো পড়ুন...
নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)
>>>> জুনিয়র শিক্ষকঃ স্কুল-২ (১৬ গ্রেড)
®উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।
®এছারাও নিজ নিজ এলাকায় স্কুল ও কলেজে নিয়োগ পাবেন।
®মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার। আরো পড়ুন...
®দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।
®এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন
®উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান। আরো পড়ুন...
১) ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার
২) বাগধারা ও বাগবিধি
৩) ভুল সংশোধন বা শুদ্ধকরণ
৪) যথার্থ অনুবাদ
৫) সন্ধি বিচ্ছেদ
৬) কারক বিভক্তি
৭) সমাস ও প্রত্যয়
৮) সমার্থক ও বিপরীতার্থক শব্দ
৯) বাক্য সংকোচন
1) Sentences
2) Translation from Bengali to English
3) Change of Parts of Speech
4) Right forms of verb
5) Fill in the blanks with appropriate word
6) Transformation of sentences
7) Synonyms & Antonyms
8)Idioms & Phrases আরো পড়ুন...
১) পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।
২) বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।
৩) জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ আরো পড়ুন...
১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়
২) আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
৩) বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান
৪) বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।
৫) আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে। আরো পড়ুন...
৬) এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে। আরো পড়ুন...
>> স্কুল ও কলেজ পর্যায়ের জন্য আপনার অনার্সের পঠিত বিষয়ের উপরে ৩ ঘন্টায় ১০০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরো পড়ুন...
>> স্কুল পর্যায়-২ এর জন্য বাংলা ও ইংরেজি এর উপরে ১০০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে।
>> ভাইবা পরীক্ষা হয় ২০ নাম্বারের। যার মধ্যে ১২ নম্বর থাকে সার্টিফিকেটের উপরে।
>> বাকি নাম্বারের প্রস্তুতির জন্য যা পড়তে হবেঃ
= নিজের সম্পর্কে
= নিজের জেলা সম্পর্কে
= নিজের অনার্সের পঠিত বিষয় সম্পর্কে
= বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস
= নিজ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে
= বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলের চলমান সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে। আরো পড়ুন...
>>> ভাইভা অনুষ্ঠিত হবার স্থানঃ
শিক্ষক নিবন্ধন ভাইভা সাধারণত ঢাকায় এনটিআরসিএ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এর অবস্থান হলো বোরাক টাওয়ার, বাংলা মোটর ঢাকা।
.
See More :
- ১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেখতে ক্লিক করুন
- অষ্টম শ্রেণি পাসে সরকারি চাকরি, নেবে ১১৫ জন | MOFL Job Circular 2025
- SSC পাশেই ৬৫৮ পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
- সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত - ২০২৫ | Bangladesh ARMY job circular- 2025
- অভিজ্ঞতা ছাড়াই ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ দিচ্ছে VIVO কোম্পানি...
- 💥মাত্র SSC পাশেই Walton এ চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড⭐
- 💥অভিজ্ঞতা ছাড়াই আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ✅
- HSC পাশে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
- মাত্র SSC পাশে চাকরি দিচ্ছে মিনিস্টার, লোক নিবে ১০০ জন!


0 Comments